thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ 25, ২৮ ফাল্গুন ১৪৩১,  ১৩ রমজান 1446

বরিশালে ডিবি পুলিশকে কুপিয়ে জখম, আটক ৪

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ২১:৪৯:০৫
বরিশালে ডিবি পুলিশকে কুপিয়ে জখম, আটক ৪

বরিশাল অফিস : বরিশালের উজিরপুরের আটিপাড়ায় ইব্রাহিম নামের গোয়েন্দা পুলিশের এক কনস্টেবলকে কুপিয়ে জখম করেছে মাদক বিক্রেতারা। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, আহতাবস্থায় প্রথমে তাকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুই ব্যক্তিকে মাদকসহ আটক করার পর তারা বিক্রেতার নাম বললে ডিবি পুলিশ মাদক উদ্ধারে আটিপাড়া গ্রামে যান। এ সময় মাদক বিক্রেতা আজাদ (২৫) ও তার সহযোগীরা ডিবি পুলিশের কনস্টেবল ইব্রাহিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

বরিশালের পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ বলেন, এই ঘটনায় হামলাকারী আজাদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

(দ্য রিপোর্ট/বিএস/এপি/এএল/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর