thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বেনাপোলে শোকের ছায়া

২০১৪ ফেব্রুয়ারি ১৫ ২২:৫৩:০৬
বেনাপোলে শোকের ছায়া

বেনাপোল সংবাদদাতা : পিকনিকে গিয়ে চৌগাছার ঝাউতলায় বাস পুকুরে পড়ে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাত শিশু শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গোটা বেনাপোলে শোকের ছায়া নেমে এসেছে।

বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থী ও শিক্ষকরা শনিবার সকালে মেহেরপুরের মুজিবনগরে পিকনিকে যায়। পিকনিক শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে চৌগাছার ঝাউতলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাত শিশু নিহত হয়।

এদিকে রাত ৮টার দিকে মর্মান্তিক এ খবর শোনার সঙ্গে সঙ্গে বেনাপোল স্কুল এলাকার আশপাশের অভিভাবকরা কান্নায় ভেঙে পড়েন। যে যা পেয়েছেন তাতে চড়ে ছুটে গেছেন ঘটনাস্থলে। অনেকের বাবা-মাসহ আত্মীয়-স্বজনের কান্নায় গোটা এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের ইউনুছ আলীর সাত বছরের কন্যা মিথিলাও গিয়েছিল পিকনিকে। সে ঘটনাস্থলে মারা গেছে। এ খবর শোনার সঙ্গে সঙ্গে তার বাড়িতে অসংখ্য মানুষ জড়ো হয়। মিথিলার মায়ের আহাজারিতে এলাকায় সবার চোখ ভিজে যায়। বেনাপোলের বিভিন্ন স্থানে শত শত মানুষ জড়ো হয়ে চৌগাছার বিভিন্নজনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করতে দেখা গেছে। এক একটি খবর আসার পর সবাই যেন নিথর হয়ে পড়েন। সবার একটিই প্রশ্ন, এত ছোট বাচ্চাদের নিয়ে কেন শিক্ষকরা এতদূরে পিকনিকে গেলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেনাপোল বাজারে অসংখ্য মানুষ মৃতদেহ আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন।

(দ্য রিপোর্ট/জেএইচ/এএস/এএল/ফেব্রুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর