thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

কেজরিওয়ালের পদত্যাগে দুঃস্বপ্নমুক্ত অরুন

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ০১:৪৩:৫৭
কেজরিওয়ালের পদত্যাগে দুঃস্বপ্নমুক্ত অরুন

দ্য রিপোর্ট ডেস্ক : আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার একদিন পরই বিজেপির জেষ্ঠ নেতা অরুন জেটলি তার নিজস্ব ওয়েবসাইটে একটি নিবন্ধ লেখেন।

সেখানে তিনি বলেন, ‘অবশেষে সব দুঃস্বপ্নের অবসান ঘটলো। দিল্লির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাদেশিক সরকার পদত্যাগ করেছে।’

এ ছাড়া, আম আদমি পার্টিকে তিনি কোনো বাস্তব কর্মসূচিহীন ও আদর্শহীন সংগঠন হিসেবে আখ্যায়িত করেন। তিনি এএপিকে একটি সস্তা জনপ্রিয়তাবাদী ও ফাঁকা বাগাড়ম্বরবাদী দল হিসেবেও আখ্যা দেন।

নিবন্ধে অরুন জেটলি দলটির নেতাদের অপরিপক্ব ও অনভিজ্ঞ হিসেবে বর্ণনা করেন। অরুন বলেন, তাদের মধ্যে একটা আন্দোলনমুখী ভাব থাকলেও তাদের মধ্যে সরকার পরিচালনার বাস্তব-বুদ্ধির ঘাটতি ছিল। এ এক অদ্ভুত রাজনৈতিক দল!

অরুন এএপিকে অনেকটা নৈরাজ্যবাদী দল হিসেবেও আখ্যায়িত করেন। যাদের উদ্দেশ্য কেবল চালাকির রাজনীতি কিন্তু শাসনহীনতা।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় কেজরিওয়াল বিজেপির এই নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন।

(দ্য রিপোর্ট/এমএটি/এমএআর/এএল/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর