thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

রাষ্ট্রপতিকে দিল্লি শাসনের সম্মতি দিল মন্ত্রিসভা

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ০২:০৩:০৭
রাষ্ট্রপতিকে দিল্লি শাসনের সম্মতি দিল মন্ত্রিসভা

কলকাতা প্রতিনিধি : রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়কে দিল্লি শাসন করার স্বপক্ষে মত দিল ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বিধানসভা না ভেঙে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শাসনেই থাকবে দিল্লি। সদ্য সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লি বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করলে তা খারিজ করে দেন দিল্লির উপ-রাজ্যপাল নাজিব জঙ্গ। এরপর তিনি বিধানসভা রেখেই রাষ্ট্রপতি শাসন চালু করার জন্য প্রণব মুখোপাধ্যায়কে সুপারিশ করেন।

উল্লেখ্য, দিল্লি বিধানসভায় জনলোকপাল বিল পেশ করতে না পেরে শুক্রবার ইস্তফা দেন কেজরিওয়ালের মন্ত্রিসভা। এরপর দিল্লিতে উদ্ভুত পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট দেন উপ-রাজ্যপাল নাজিব জঙ্গ। এর পরপরই আইন ও স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শ চান রাষ্ট্রপতি।

(দ্য রিপোর্ট/এসএম/এমএআর/এএল/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর