thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজশাহীতে সারাদিন বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ০২:৫২:২৪
রাজশাহীতে সারাদিন বৃষ্টি, বেড়েছে শীতের তীব্রতা

রাজশাহী অফিস : রাজশাহীতে শনিবার সকাল থেকে সারাদিনই বৃষ্টি হয়েছে। সূর্য না ওঠায় শীতের তীব্রতা নতুন করে বেড়েছে।

জেলায় শনিবার ভোর থেকেই বৃষ্টি শুরু হয়। মুষলধারে বৃষ্টি না হলেও সারাদিনই ঝিরঝির বৃষ্টি পড়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহীতে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে বৃষ্টির কারণে বেড়েছে শীতের তীব্রতা। গত কয়েকদিন ধরে শীত কম অনুভূত হলেও শনিবার শীতের তীব্রতা বেড়ে যায়। শুক্রবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ২৩ দশমিক ৭ ডিগ্রি থাকলেও শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সারাদিনে সূর্যের তাপ না থাকায় এবং সেই সঙ্গে বাতাসের কারণে শীত কিছুটা বেশি অনুভূত হয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এমএআর/এএল/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর