thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের নির্বাচন

কামাল সভাপতি, দুলাল সম্পাদক

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ০৪:৩৬:২৯
কামাল সভাপতি, দুলাল সম্পাদক

হবিগঞ্জ প্রতিনিধি : জেলা সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক (২০১৪-২০১৫) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে শাহ মশিউর রহমান কামাল সভাপতি ও জিয়া উদ্দিন দুলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শহরের জালাল স্টেডিয়ামে অবস্থিত জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে শনিবার সকাল ১১টা থেকে একটানা দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে শাহ মশিউর রহমান কামাল (লোকালয় বার্তা) ৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মর্তুজা ইমতিয়াজ (দৈনিক খোয়াই) পান ১৮ ভোট।

বাংলানিউজটোয়েন্টিফোরের জিয়া উদ্দিন দুলাল ৩১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামিক টিভির শরীফ চৌধুরী পান ২৮ ভোট।

এ ছাড়া ৩৮ ভোট পেয়ে হেমায়েত আলী খান জাতু (আমার দেশ) ও ৩৭ ভোট পেয়ে অপু চৌধুরী (হবিগঞ্জ সমাচার) সহ-সভাপতি নির্বাচিত হন। অপর প্রতিদ্বন্দ্বী সালাম চৌধুরী (নিউনেশন) পান ২৩ ভোট।

৩৬ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন নুর উদ্দিন (জিটিভি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিদুর রহমান (তরফ বার্তা) ২১ ভোট পান। ৩৫ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন রহমত আলী (এজাহিকাফ টিভি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রনু বিশ্বাস (ফোকাস বাংলা) পান ২৪ ভোট।

৩১ ভোট পেয়ে দফতর ও পাঠাগার সম্পাদক নির্বাচিত হন সোহাইল আহমেদ (হবিগঞ্জ এক্সপ্রেস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেএম এ ওয়াহাব নাঈমী পান (বিএনএস) ২৮ ভোট। ৩৭ ভোট পেয়ে আইন ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক নির্বাচিত হন শরদিন্দু ভট্টাচার্য টুটুল (স্বদেশ বার্তা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশাহীদ আলী আশা (স্বদেশ বার্তা) পান ২২ ভোট।

৩১ ভোট পেয়ে সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন কেএম শামসুল হক (ইনকিলাব)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মাহমুদুল হক সুজন (দৈনিক খোয়াই) পান ২৮ ভোট।

ইতোপূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তোফায়েল রেজা সোহেল যুগ্ম-সম্পাদক, রাসেল চৌধুরী (বৈশাখী টিভি) ও প্রদীপ দাশ সাগর (দৈনিক খোয়াই) সদস্য নির্বাচিত হন।

নির্বাচনে অ্যাডভোকেট হুমায়ূন কবির সৈকত প্রধান নির্বাচন কমিশনার, এমএ ওয়াহেদ ও আবুল কালাম কমিশনারের দায়িত্ব পালন করেন।

(দ্য রিপোর্ট/এফসি/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর