thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

বিএসএফ কর্তৃক সিঅ্যান্ডএফ প্রতিনিধি আটক

বেনাপোল-পেট্রাপোল বন্দর ৪ ঘণ্টা বন্ধ

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ০৫:৫০:৩০
বেনাপোল-পেট্রাপোল বন্দর ৪ ঘণ্টা বন্ধ

বেনাপোল সংবাদদাতা : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক দেশটির এক সিঅ্যান্ডএফ প্রতিনিধি আটকের ঘটনায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পেট্রাপোল এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশন টানা চার ঘণ্টা এ কার্যক্রম বন্ধ রাখে।

ভারতের পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট স্টাফ ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, সকাল ১১টার দিকে আমাদের সিঅ্যান্ডএফ প্রতিনিধি কুচন কুমার বাংলাদেশের সিঅ্যান্ডএফ প্রতিনিধির সঙ্গে আমদানি-রফতানি সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য নোম্যান্সল্যান্ড এলাকায় যান। এ সময় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কোনো কথা না বলে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে ওপারের বন্দর ব্যবহারকারী সকল সংগঠন প্রতিবাদ জানিয়ে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ করে দেয়। পরে প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে আটক সিঅ্যান্ডএফ প্রতিনিধিকে ছেড়ে দেওয়ার পর ৪টা থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু করা হয়।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো সুপারিনটেনডেন্ট এনাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর