thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

গোদাগাড়ীতে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ০৭:০৭:১৫
গোদাগাড়ীতে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রাজশাহী অফিস : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিলের শেষদিন শনিবার বৈরী আবহাওয়া উপেক্ষা করে নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একেএম আতাউর রহমান খান, একই দলের অধ্যাপক আসাদুজ্জামান আসাদ ও পৌর আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি আবদুল মালেক মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ ছাড়া বিএনপির উপজেলা সভাপতি ইসহাক আলী, সেক্রেটারি আবদুল সালাম সাওয়াল, পাকড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম ও গোগ্রাম ইউপি চেয়ারম্যান হজরত আলী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া চেয়ারম্যান পদে জাতীয় পার্টির নাসির উদ্দিন ও কল্যাণ পার্টির সালাউদ্দিন বিশ্বাস মনোনয়নপত্র দাখিল করেন।

ভাইস চেয়ারম্যান পদে জামায়াত নেতা অধ্যাপক কামরুজ্জামান, আওয়ামী লীগের খাইরুল ইসলাম, আদিবাসী পরিষদ সমর্থিত বিমল কুমার সরকার ও জাতীয় পার্টির মাহফিজুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির রওশন আরা ডলি, জান্নতুল ফেরদৌস ও আওয়ামী লীগের সুফিয়া খাতুন ও হুসনে আরা আখতার।

গোদাগাড়ী উপজেলার সহকারী রিটার্নিং অফিসার জিয়াউল হক জানান, ১৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই ও ২৫ ফেব্রুয়ারি প্রত্যাহারের শেষদিন রয়েছে। আগামী ১৫ মার্চ এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর