thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

দুলাভাইকে হত্যার পর পুলিশকে খবর দিলো শ্যালক

২০১৬ অক্টোবর ১৭ ১৩:০৪:৪০
দুলাভাইকে হত্যার পর পুলিশকে খবর দিলো শ্যালক

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে দুলাভাইকে হত্যার পর তার লাশ বস্তাবন্দি করে রাখে শ্যালক। পরে শ্যালক নিজেই থানায় গিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ বাসা থেকে দুলাভাইয়ের বস্তাবন্দি লাশ উদ্ধার করে এবং শ্যালককে আটক করে পুলিশ।

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার টেরি বাজার এলাকার একটি বাসা থেকে সোমবার (১৭ অক্টোবর) সকালে লাশ উদ্ধার করা হয়। নিহতের নামঅঞ্জন ধর (৩৫)। তার বাড়ি বাঁশখালী উপজেলায়।

এ ঘটনায় আটক করা হয়েছে অঞ্জন ধরের শ্যালক বাবলু ধরকে।

ঘটনাস্থল থেকেকোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সুমিত জানান, সকালে বাবলু নামে এ যুবক থানায় এসে জানান, সে তার ভগ্নিপতিকে হত্যার পর লাশ বস্তায় ভরে রেখেছে। প্রথমে তার কথা আমলে না নিলেও পরে আমাদের সন্দেহ হয়। আমরা ঘটনাস্থলে এসে দেখি বস্তাবন্দি লাশ পড়ে আছে।

আমরা লাশটি উদ্ধার প্রক্রিয়া এখনো শুরু করিনি। সিআইডির স্পেশাল টিমকে জানানো হয়েছে। তারা এসে তদন্ত করার পর লাশ উদ্ধার করা হবে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(দ্য রিপোর্ট/এইচ/এমকে/এনআই/অক্টোবর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর