thereport24.com
ঢাকা, রবিবার, ৬ জুলাই 25, ২১ আষাঢ় ১৪৩২,  ১০ মহররম 1447

কমলছড়িতে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ০৯:৪৯:১০
কমলছড়িতে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি : জেলা সদরের কমলছড়ি এলাকা থেকে শনিবার রাতে সবিতা চাকমা (৩০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, শনিবার রাত পৌনে ৯টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুপন চাকমার কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি শিমক্ষেত থেকে সবিতা চাকমার মৃতদেহ উদ্ধার করা হয়।

সবিতা চাকমার স্বামী দেব রতন চাকমা পুলিশকে জানান, তাদের ৮ বছরের একটি শিশুসন্তান রয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।

(দ্য রিপোর্ট/এইচএমপি/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর