thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘সোভিয়েত ইউনিয়নের পরিণতি হবে যুক্তরাষ্ট্রের’

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১০:৪৭:১০
‘সোভিয়েত ইউনিয়নের পরিণতি হবে যুক্তরাষ্ট্রের’

দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহারের ২৫ বর্ষপুর্তি উপলক্ষে তালেবান জানিয়েছে, সোভিয়েত সেনাদের মতো মার্কিন সেনারাও একইভাবে চোরের মতো পালিয়ে যাচ্ছে।

ই-মেইলে দেওয়া এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘সাবেক সোভিয়েত ইউনিয়নের মতো আজ একই ভাগ্যের ‍মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তারা আমাদের দেশ ছেড়ে পালানোর পথ খুঁজছে।’

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা আমেরিকানদের মনে করিয়ে দিতে চাই- সুন্দর স্লোগান দিয়ে মার্কিন আক্রমণ সহ্য করিনি। আমরা বিশ্ব মানচিত্র থেকে তাদের নিশ্চিহ্ন করে দেব।’

১০ বছরের রক্তক্ষয়ী দখলদারিত্বের পর ১৯৮৯ সালের ফেব্রুয়ারি মাসে সব সোভিয়েত সেনা আফগানিস্তান ছেড়ে যায়। আফগানিস্তানে সোভিয়েত সেনাদের উপস্থিতির কারণেই দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। উত্থান ঘটে তালেবানের। তালেবান আরও শক্তিশালী হয়ে ১৯৯৬ সালে রাজধানী কাবুল দখল করে।

এদিকে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর অভিযান চলতি বছরের মধ্যেই শেষ হওয়ার কথা হয়েছে। তবে চলতি বছরের পরও ১০ হাজার মার্কিন সেনা আফগানিস্তানে রাখার ব্যাপারে কাবুল ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে।

২০১৪ সালের পরও আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে।

২০০১ সালে তালেবানের পতনের পর কারজাই দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি। (সূত্র : এএফপি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর