thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

প্রেমিকের পরিবারের নির্যাতনে বরিশালে কিশোরীর আত্মহত্যা

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১১:১৪:৪২
প্রেমিকের পরিবারের নির্যাতনে বরিশালে কিশোরীর আত্মহত্যা

বরিশাল অফিস : বরিশালের বানারীপাড়ায় প্রেমিকের পরিবারের নির্যাতন ও অপমান সহ্য করতে না পেরে আজমি আলম সুমী (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার রাতে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সুমী উপজেলার চাখার গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। সে স্থানীয় ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ত।

স্থানীয়রা জানান, সুমীর সঙ্গে একই গ্রামের নূর ইসলামের ছেলে চাখার সরকারি ফজলুল হক কলেজের একাদশ শ্রেণীর ছাত্র জাহিদ হোসেনের প্রেমের সম্পর্ক নিয়ে দুই পরিবারে বিরোধের সৃষ্টি হয়। শনিবার বিকেলে নূর ইসলাম ও তার ভাই রুবেল মহুরী মেয়ের বাবা-মাকে মারধর করে। এ সময় সুমী তার বাবা-মাকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়। প্রেমিক পরিবারের নির্যাতন ও অপমান সহ্য করতে না পেরে রাতে সুমী নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

বানারীপাড়ার উপ-পরিদর্শক মোতালেব জমাদ্দার দ্য রিপোর্টকে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে এলাকাবাসী।

(দ্য রিপোর্ট/বিএস/ইইউ/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর