thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

আমানের জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১১:৪৩:৪০
আমানের জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে পৃথক চার মামলায় জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার সকাল সাড়ে ১১টায় হাইকোর্টের জামিনের সময়সীমা শেষ হওয়ার পর আদালতে কাছে আত্মসমর্পণ করে চার মামলায় জামিন চাইলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মহানগর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়বুর হাসান উজ্জ্বল শুনানি শেষে আমান উল্লাহ আমানের জামিন বাতিল করে এ আদেশ দেন।

গত বছর হরতাল অবরোধ চলাকালে গাড়ি ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনায় কেরানীগঞ্জ থানার পৃথক চার মামলায় (মামলা নং ১৮(১১)২০১৩,১৯(১১)২০১৩,২০(১১)২০১৩ ও ২১(১১)২০১৩) হাইকোর্ট থেকে তার জামিন নেওয়া ছিল।আজ হাইকোর্ট দেওয়া জামিনের সময়সীমা শেষ হওয়ায় আমান উল্লাহর আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ ও এম হেলাল উদ্দিন জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

(দ্য রিপোর্ট/জেএ/ এমডি/ ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর