thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবিতে রিট

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১১:৫৩:২১
সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবিতে রিট

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের সকল অফিস-আদালতসহ সর্বস্তরে বাংলা ভাষা চালুর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সুপ্রিমকোর্টের রেজিস্ট্রারকে বিবাদী করা হয়েছে।

বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, ‘বাংলাদেশ সংবিধানের ৩নং অনুচ্ছেদে রয়েছে, বাংলাদেশের রাষ্ট্রভাষা হবে বাংলা। এ ছাড়া ১৯৮৭ সালে এরশাদ সরকারের আমলে ‘বাংলা ভাষা প্রচলন আইন’ প্রণয়ন করা হয়।

বাংলা ভাষা প্রচলন আইনের ৩নং ধারায় বলা হয়েছে, দেশের সকল অফিস-আদালতে বাংলা ভাষার প্রচলন করা হবে। কিন্তু তার বাস্তবায়ন করা হয়নি।

সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের নির্দেশ চেয়ে রিটটি করা হয়েছে বলে আইনজীবী জানান।

(দ্য রিপোর্ট/এসএ/একে/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর