thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

কুলাউড়ায় বন্দুকযুদ্ধে নিহত ১

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১২:২৪:৫০
কুলাউড়ায় বন্দুকযুদ্ধে নিহত ১

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা চা বাগানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাবুল (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ কনস্টেবল।

শনিবার রাত ৩টায় ভাটেরা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। বাবুল কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকার ইসলামনগর গ্রামের আব্দুল হকের ছেলে।

আহতদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আলমগীর হোসেন দ্য রিপোর্টকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ভাটেরা চা বাগান এলাকায় গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি করলে বাবুল সর্দার ঘটনাস্থলেই মারা যান। এ সময় হাবিবুর রহমান (ব্যাজ নম্বর ৩৪৮) বজলুল করিম (ব্যাজ নম্বর ২৮৯) নামে দুই পুলিশ কনস্টেবল আহত হয়। পরে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ১০ রাউন্ড গুলি করে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি একনালা বন্দুক, তিন রাউন্ড গুলি, দুটি গুলির খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।

বাবুল সর্দারের নামে রাজনগর থানায় একটি হত্যা মামলা রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ সুপার জানান।

(দ্য রিপোর্ট/টিএফ/ইইউ/এমসি/শাহ/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর