thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যশোরে ক্রসফায়ারে নিহত ১

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১২:৩৭:৫৮
যশোরে ক্রসফায়ারে নিহত ১

যশোর অফিস : জেলার কেশবপুর উপজেলার মির্জানগরে পুলিশের ক্রসফায়ারে রজব আলী বিশ্বাস নামে একজন নিহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। রজবের নামে কেশবপুর থানায় ২৩টি মামলা রয়েছে।

নিহত রজব আলী কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামের আবদুল আজিজ বিশ্বাসের ছেলে।

স্থানীয় লোকজন জানান, শনিবার সন্ধ্যার পর পুলিশ কেশবপুর বাজার থেকে রজব আলী বিশ্বাসকে গ্রেফতার করে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, রাত ২টায় ডাকাত রজব আলীকে নিয়ে পুলিশের একটি দল উপজেলার মির্জানগর কবরস্থানের পাশে একটি বাগানে অস্ত্র উদ্ধারে যায়। ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গে রজব আলীর সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়।

ওই সময় পুলিশের কাছ থেকে রজব পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে রজব আলী আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আবদুল জলিল আরও জানান, ঘটনার সময় দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে সাব-ইন্সপেক্টর সুব্রত সরকার, কৃষ্ণপদ গাইন ও আকরাজ হোসেন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড রিভলবারের গুলি ও একটি ছোরা উদ্ধার করে।

পুলিশ জানায়, তার নামে চারটি হত্যা, ১০টি ডাকাতি, চারটি অস্ত্র, চারটি বোমাবাজিসহ কমপক্ষে ২৩টি মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/একে/ইইউ/এমসি/শাহ/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর