thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

তিন মামলায় খোকার ৬ মাসের জামিন

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১২:৩৭:১৭
তিন মামলায় খোকার ৬ মাসের জামিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : যাত্রাবাড়ী ও মতিঝিল থানায় দায়ের করা তিন মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেয়।

হেফাজতে ইসলামকে উস্কানি দেয়ার অভিযোগে মতিঝিল থানায় গত বছরের ৬ মে খোকার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে গত বছরের ১২ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে একটি এবং দণ্ডবিধি আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়। এ তিন মামলায় খোকাকে ৬ মাসের জামিন দেয়া হয়েছে।

গত বছরের ৪ ডিসেম্বর সাদেক হোসেন খোকাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

খোকার জামিন আবেদনের শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও নামিয়া জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার দিলিউজ্জামান।

(দ্য রিপোর্ট/এসএ/একে/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর