thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘জামায়াত, হেফাজত ও বিএনপি আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত’

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৩:১২:৪৯
‘জামায়াত, হেফাজত ও বিএনপি আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত’

কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘আল কায়েদা জঙ্গি সংগঠন হিসেবে বিশ্বে নেতিবাচকভাবে পরিচিতি পেয়েছে। জঙ্গি সংগঠনটি বাংলাদেশে জিহাদের ডাকে যে ভিডিও বার্তা দিয়েছে তাতে প্রমাণিত হয়েছে জামায়াত, হেফাজতে ইসলামী ও বিএনপি ওই জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।’

কৃষ্টিয়ার নিজ বাসায় রবিবার সকালে হানিফ এ সব কথা বলেন। এর আগে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন। ফুলের তোড়া দিয়ে হানিফ স্থানীয় মুক্তিযোদ্ধাদের দলে বরণ করে নেন।

হানিফ বলেন, ‘আজ যারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন, এ যোগদানের মাধ্যমে প্রমাণিত হয়েছে- বিএনপি ভুল রাজনীতির পথে চলে আর আওয়ামী লীগ সঠিক পথে। মুক্তিযোদ্ধাদের প্রকৃত দলই হচ্ছে বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ।’

যারা বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান হবে না। যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে বাংলাদেশকে জঙ্গিমুক্ত রাষ্ট্র করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিচারের মাধ্যমে জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলা হবে।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এফএপি/একে/এমডি/শাহ/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর