thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৮ জমাদিউস সানি 1446

‘সরকারের সঙ্গে পাল্লা দিলে চিনির আমদানি শুল্ক বাড়বে’

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৩:১৫:০৪
‘সরকারের সঙ্গে পাল্লা দিলে চিনির আমদানি শুল্ক বাড়বে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : চিনির দাম নিয়ে সরকারের সঙ্গে পাল্লা দিলে আমদানি শুল্ক কর বাড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে র-সুগার আমদানি করে সরকারি কারখানাগুলোতে পরিশোধন করে তা বাজারজাত করা হবে। রাষ্ট্রায়াত্ত মিলে অবিক্রিত চিনির দাম ৫০ টাকা থেকে কমিয়ে ৪০ টাকা নির্ধারণ করার পর বেসরকারি র-সুগার রিফাইনারি মিল মালিকরা তাদের চিনির দাম কমিয়ে দেওয়ায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ হুঁশিয়ারি দেন।

ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ভবনে ‘রপ্তানি বৃদ্ধিতে এ্যাডিটেশনের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে রবিবার তিনি এ হুঁশিয়ারি দেন।

ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেলেপমেন্ট (বিল্ড) যৌথ উদ্যোগে এ সিমিনারের আয়োজন করা হয়।

ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরহাদ হোসেন,বিল্ডের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, বাংলাদেশ এ্যাক্রিডিটেশন বোর্ড (বিএবি) মহাপরিচালক আবু আব্দুল্লাহ বক্তব্য রাখেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএবি’র পরিচালনা বোর্ড সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলি। সেমিনারের শুরুতে এ্যাক্রিডিটেনের ওপর একটি পুস্তকের মোড়ক উম্মোচন করেন শিল্পমন্ত্রী। বাংলাদেশ এ্যাক্রিডিটেশন বোর্ড (বিএবি) এ পুস্তক প্রকাশ করে।

দ্য রিপোর্ট/এআই/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর