thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী মান্নানকে দুদকে তলব

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৩:৪১:৫৭
সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী মান্নানকে দুদকে তলব

দ্য রিপোর্ট প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচার প্রধান কার্যালয় থেকে রবিবার জিজ্ঞাসাবাদের এ নোটিশ তার কাছে পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন এ নোটিশ করেছেন।

নোটিশে অ্যাডভোকেট মান্নানকে আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। নোটিশের বিষয়টি কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

সাবেক এ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ৫ বছর আগে তার সাকুল্যে ১০ লাখ ৩৩ হাজার টাকার সম্পত্তি ছিল। গত ৫ বছরের ব্যবধানে সেটা হয়েছে ১১ কোটি তিন লাখ টাকা। আগে তার বার্ষিক আয় ছিল ৩ লাখ ৮৫ হাজার টাকা। সেই আয় বেড়ে দাঁড়িয়েছে বছরে ৩ কোটি ২৮ লাখ টাকায়। ৫ বছরের মন্ত্রিত্বকালে তার সম্পত্তি ১০৭ গুণ বেড়েছে।

১২ জানুয়ারি সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খানসহ ৭ জনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমডি/এজেড/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর