thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

নির্বাচন কমিশনারের বক্তব্যের প্রতিবাদ ওয়ার্কার্স পার্টির

২০১৩ অক্টোবর ০৮ ১৩:১৭:২৯
নির্বাচন কমিশনারের বক্তব্যের প্রতিবাদ ওয়ার্কার্স পার্টির
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নির্বাচন কমিশনার আবু হাফিজের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

দলটির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক সোমবার এক বিবৃতিতে বলেন, ‘কমিশনার মো. আবু হাফিজ বলেছেন,

আদালতের মতে সংসদ সদস্যপদ লাভজনক নয়। তাই এ বিষয়টি নিয়ে কমিশন আর আদালতের কাছে ব্যাখ্যা চাইবেন না। কমিশনার হাফিজ আরও বলেন যে, সংসদ সদস্যপদ লাভজনক নয় ফলে সংসদ সদস্যরা স্বপদে থেকে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।’

আনিসুর রহমান মল্লিক নির্বাচন কমিশনার মো. আবু হাফিজের এই বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, ‘নির্বাচন কমিশন এমন সময় এই বক্তব্য দিল যখন নির্বাচনকালীন সরকার সম্পর্কে এখনো চূড়ান্ত কোনো রূপরেখা আসেনি এবং এ নিয়ে বিতর্ক চলছে। সংবিধানের ভিত্তিতে নির্বাচন হবে এ ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু জাতীয় সংসদে এক বছর আগেই ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রশ্ন তুলে ধরেছিলেন- সংসদকে অটুট রেখে যদি নির্বাচন হয় তবে লেভেল প্লেইল ফিল্ড হবে কি না?’

আনিসুর রহমান মল্লিক জানান, নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনোরকম আলোচনা না করে আরপিও সংশোধন করতে পারে না। আমরা আশা করব নির্বাচন কমিশন আগ বাড়িয়ে এ ধরনের বক্তব্য প্রদানের ক্ষেত্রে বিরত থাকবে।

তিনি আরো জানান, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের রূপরেখা সুনির্দিষ্টকরণ এবং নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা হোক।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর