thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

টোয়েন্টি২০ বিশ্বকাপে নেই রাইডার

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৪:২৭:৩৬
টোয়েন্টি২০ বিশ্বকাপে নেই রাইডার

দ্য রিপোর্ট ডেস্ক : অকল্যান্ড টেস্টের আগে পানশালায় সময় কাটানোয় শৃঙ্খলা ও আচরণ বিধি ভঙ্গের জন্য টোয়েন্টি২০ বিশ্বকাপ দলে নাম লেখাতে ব্যর্থ হয়েছেন নিউজিল্যান্ডের বিধ্বংসী ওপেনার জেসি রাইডার।

আগামী মাসে বাংলাদেশে টোয়েন্টি২০ বিশ্বকাপ শুরু হবে। নিউজিল্যান্ড দল ঘোষণা করেছে। অধিনায়ক থাকছেন ব্রেন্ডন ম্যাককালাম।

ভারতের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর ১ ঘন্টা আগেও পানশালায় ছিলেন রাইডার ও ডুগ ব্রেসওয়েল। যদিও এই ২ জন মূল একাদশে সুযোগ পাননি। পরে এই ২ জনকে বাদ রেখেই ওয়েলিংটন টেস্টের দল গড়েছে নিউজিল্যান্ড। ঢাকায় আগামী ১৬ মার্চ বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে ৬ এপ্রিল।

নিউজিল্যান্ড টোয়েন্টি২০ দল : ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, অ্যান্টন ডেভচিচ, মার্টিন গাপটিল, রোনিল হিরা, মিচেল ম্যাকক্লেনাঘান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, কলিন মুনরো, জেমস নিশাম, লুক রঞ্চি, টিম সাউদি, রস টেলর, কেন উইলিয়ামসন।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর