thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

খুলনায় দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৪:২৮:২৩
খুলনায় দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

খুলনা ব্যুরো : বাঁশের তৈরি চাঁটাইয়ের ভেতরে করে আনা দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে খুলনা গোয়েন্দা পুলিশ। বড় বাজার ঘাটে রবিবার সকাল ১০টায় ট্রলার থেকে এই ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। এ সময় ট্রলারের মাঝি নুর ইসলামকে আটক করা হয়েছে।

ট্রলারটি সাতক্ষীরা থেকে খুলনা বড় বাজারে চাঁটাই নিয়ে এসেছিল। তবে ফেনসিডিলের মূল মালিকের সন্ধান পাওয়া যায়নি।

কেএমপির পুলিশ কমিশনার মো. শফিকুর রহমান জানান, অভিনব কায়দায় চাঁটাইয়ের দুই পাশ ঠিক রেখে মাঝে কেটে সেখানে ফেনসিডিল বোঝাই করা হয়েছে। যা চাঁটাই না খোলা হলে বুঝার কোনো উপায় নেই।

গোপন সূত্রে খবর পেয়ে কেএমপির গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে এই ফেনসিডিলগুলো উদ্ধার করে।

(দ্য রিপোর্ট/এমএ/এফএস/এমসি/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর