thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

বিএনপির ৩ নেতার জামিন মঞ্জুর

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৪:৩১:৪৪
বিএনপির ৩ নেতার জামিন মঞ্জুর

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান ও ঢাকা মহানগরের সদস্য সচিব আব্দুস সালামের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আসাদ্দুসজামান নূর শুনানি শেষে এ আদেশ দেন।

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ পুলিশের কাজে বাধাদানের ঘটনায় দায়েরকৃত মামলায় হাইকোর্টের জামিন শেষে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

শাহবাগ থানার এক মামলা ও রমনার তিন মামলায় তাদের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও এম হেলাল উদ্দিন জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে এ আদেশ দেন। তবে আমানউল্লাহ আমানের ৪ মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/জেএ/এফএস/এমডি/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর