thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

অভিযোগ প্রমাণিত হলে পদত্যাগ করব : এমপি বদি

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৪:৪০:০৩
অভিযোগ প্রমাণিত হলে পদত্যাগ করব : এমপি বদি

দ্য রিপোর্ট প্রতিবেদক : দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে সংসদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন, কক্সবাজার-৪ (উথিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি।

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে রবিবার দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুর্নীতির অভিযোগ অস্বীকার করে এমপি বদি বলেন, ‘আমাকে ডাকার (তলব) জন্য দুদককে আমি স্যালুট জানাই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ দুদক প্রমাণ করতে পারলে আমি সংসদ থেকে পদত্যাগ করে সাধারণ জনগণের কাতারে চলে যাব।’

ইয়াবা ব্যবসার মাধ্যমে বিদেশে অর্থ পাচারের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো বেআইনি কারবারের সঙ্গে জড়িত না। কিছু মিডিয়া যারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত তারা প্রশাসন থেকে ফায়দা নেওয়ার জন্য আমার নাম ব্যবহার করছে।’

রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এমপি বদিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদকের উপ-পরিচালক আহসান আলী তাকে প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। এর আগে ৪ ফেব্রুয়ারি এমপি বদিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমসি/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর