thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

আরও বন্যার আশঙ্কা করছেন ‍বৃটেনের প্রধানমন্ত্রী

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৫:০১:২৫
আরও বন্যার আশঙ্কা করছেন ‍বৃটেনের প্রধানমন্ত্রী

দ্য ‍রিপোর্ট ডেস্ক : দীর্ঘ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যুক্তরাজ্য ও ওয়েলসে আরও বন্যা হতে পারে বলে নাগরিকদের সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

প্রধানমন্ত্রী ক্যামেরন শনিবার মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক শেষে জানান, আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া কমে যাবে। তবে কয়েক সপ্তাহের ভারি বৃষ্টিপাত অনেক জায়গার ভূ-গর্ভস্থ পানির স্তর বাড়িয়ে দিয়েছে। আর এতে অনেক জায়গা আবারও বন্যার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করেন প্রধানমন্ত্রী ক্যামেরন।

দেশটিতে এখনও ২০টির মত বন্যা সতর্কবার্তা ও সতর্ক সংকেত জারি রয়েছে।

দেশটির এনার্জি নেটওয়ার্ক অ্যাসোসিয়েশনের তথ্য মতে, ঝড়ের কারণে এখনও প্রায় ৩০ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ সংযোগ দিতে রাতের বেলাতেও কাজ করছেন প্রকৌশলীরা। ঝড়ে প্রায় ১০ লাখ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল।

যুক্তরাজ্যের অনেক জায়গায় তুষারপাতের আশঙ্কায় হলুদ সতর্ক সংকেতের মাধ্যমে সাবধান করেছে দেশটির আবহাওয়া অধিদফতর। দক্ষিণ-পূর্ব আর দক্ষিণ-পশ্চিম যুক্তরাজ্যে ১৬টি গুরুতর বন্যা সতর্কতা জারি রয়েছে। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/আরজে/এমডি/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর