thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

দুর্নীতির মামলায় মহিউদ্দিনের স্থায়ী জামিন

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৫:৩৬:৫৫
দুর্নীতির মামলায় মহিউদ্দিনের স্থায়ী জামিন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে স্থায়ী জামিন পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম আতাউর রহমান রবিবার দুপুর ২টায় তার জামিন মঞ্জুর করেন।

মহিউদ্দিনের আইনজীবী অ্যাডভোকেট রণি কুমার দে জানান, হাজিরা না দেওয়ায় ২৭ জানুয়ারি মহিউদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। ২৮ জানুয়ারি মহিউদ্দিন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে ১৬ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের ধার্য তারিখ পর্যন্ত জামিন দেন।

আদালতের আদেশ অনুযায়ী রবিবার মহিউদ্দিন আবারও আদালতে হাজির হলে তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে স্থায়ী জামিন দেন।

একই মামলায় আগামী ২৭ মার্চ সাক্ষ্য গ্রহণের পরবর্তী সময় নির্ধারণ করেছেন আদালত।

(দ্য রিপোর্ট/কেএইচ/এসকে/এএইচ/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর