thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

টোয়েন্টি২০’র অভিজ্ঞতা ওয়ানডেতে কাজে দেবে : মুশফিক

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৫:৫৮:০২
টোয়েন্টি২০’র অভিজ্ঞতা ওয়ানডেতে কাজে দেবে : মুশফিক

দ্য রিপোর্ট প্রতিবেদক : টেস্ট ও টোয়েন্টি২০ পর্ব শেষ; এখন বাকি ওয়ানডে সিরিজ। সোমবার শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট ও টোয়েন্টি২০তে হারলেও ওয়ানডেতে নিজেদের সেরা খেলা খেলবে বলে আত্মপ্রত্যয়ী মুশফিকের কণ্ঠ। টোয়েন্টি২০ দলে মুশফিক না থাকলেও ওয়ানডে দলে যথারীতি অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি। সোমবার দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-বাংলাদেশ।

রবিবার বৃষ্টির কারণে অনুশীলনে বিঘ্ন ঘটলেও ইনডোরে অনুশীলন পর্ব ঠিকই চালিয়ে নিয়েছেন বাংলাদেশ-শ্রীলঙ্কা। অনুশীলন পর্ব শেষ করে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকালের অনুশীলন শেষে বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুশফিক।

বিশ্বসেরা টোয়েন্টি২০ দলের বিপক্ষে সর্বশেষ শ্রীলঙ্কা সফরে ৩ উইকেটে জয় পেয়েছে মুশফিকরা। ঘরের মাঠে ২ ম্যাচের টোয়েন্টি২০তে শেষ বল পর্যন্ত লড়াই করেছে তারা। ওয়ানডে সিরিজ নিয়ে দারুণ আত্মবিশ্বাসী মুশফিকরা। চোটের কারণে টোয়েন্টি২০ সিরিজ মিস করা জাতীয় দলের নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, ‘একটু আগেও মন খারাপ ছিল। এখন ভালো লাগছে। চোটের কারণে টোয়েন্টি২০ খেলতে পারিনি। তবে ওই ম্যাচগুলোতে আমি না খেললেও বাংলাদেশ দল দারুণ ভালো করেছে। আমি নিজে খেলতে না পারলেও সব সময় মাঠের খবর রেখেছি। মাশরাফি ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তখন আমার ভীষণ কষ্ট হয়েছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ নিয়ে মুশফিক জানিয়েছেন, ‘ওয়ানডে সিরিজে ভালো করার প্রত্যাশা অবশ্যই আছে। হোম কন্ডিশনে আমরা আমাদের সেরাটা দিতে পারলে অবশ্যই ইতিবাচক ফল পাওয়া সম্ভব। তা ছাড়া টোয়েন্টি২০ ম্যাচগুলোর আত্মবিশ্বাস ওয়ানডেতে কাজে দেবে। সে জন্য এই সিরিজে ভালো করার প্রত্যাশা করছি।’

নিজের চোট নিয়ে মুশফিক বলেছেন, ‘আমি চোটের কারণে টোয়েন্টি২০ খেলতে পারিনি। এখনও ব্যথা আছে। তবে খেলতে পারব। ব্যথা নিয়ে অনেক দিন ধরেই খেলছি। কোনো সমস্যা হবে না।’ উইকেটরক্ষকের দায়িত্ব নিয়ে মুশফিক বলেছেন, ‘আমি চিন্তা করছিলাম কিপিং নিয়ে। আসলে এই জায়গা থেকে মাঠের সবকিছু ভালোভাবে দেখা যায়। কে কোথায় ফিল্ডিং করবে, কাকে কোথায় ফিল্ডিং করালে ভালো হবে তা এখান থেকেই সবচেয়ে ভালো বোঝা যায়।’

ওয়ানডেতে দলের বোলিং নিয়ে মুশফিক বলেছেন, ‘দলে ৪ জন পেস বোলার আছেন। তবে এখনও চিন্তা করিনি সোমবার কে কে খেলবে। সকাল পর্যন্ত মাঠের কন্ডিশন দেখে সিদ্ধান্ত নেব।’

তামিমকে নিয়ে মুশফিক বলেছেন, ‘তামিম আজও ব্যাটিং করেছে কোনো সমস্যা হয়নি। আমি আশা করছি, তামিম শতভাগ ফিট হয়েই সোমবার মাঠে নামবে।’ তামিমের দলে থাকা সবসময় ইতিবাচক বলেও উল্লেখ করেছেন মুশফিক।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রত্যাশা নিয়ে তিনি বলেছেন, ‘আমি সবসময় বলেছি, এবার আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমরা গত কয়েক বছর ঘরের মাঠে ভালো ক্রিকেট খেলেছি। সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এই সিরিজ ছাড়াও চলতি বছর আমাদের আরও বড় বড় টুর্নামেন্ট খেলতে হবে। তাই নিজের মাঠে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে।’

(দ্য রিপোর্ট/আরআই/সিজি/সা/১৬ ফেব্রুয়ারি , ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর