thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

পরীক্ষার হলে মুঠোফোন রাখায় ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৬:০৬:৪৬
পরীক্ষার হলে মুঠোফোন রাখায় ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার

বরিশাল অফিস : জেলার বানারীপাড়ায় মাধ্যমিক পরীক্ষার দুটি কেন্দ্র থেকে মোবাইল ফোন রাখার দায়ে ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে শিক্ষা বোর্ডের ভিজিলেন্স টিম। রবিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে।

ভিজিলেন্স টিমের প্রধান বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, বানারীপাড়া আইডিয়াল স্কুল কেন্দ্রে চারজন এবং বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে দুজনকে পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে আসার অপরাধে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, আগে থেকেই কেন্দ্রের সামনে ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে আসা যাবে না। এ জন্য বানারীপাড়া কেন্দ্র সচিব মো. খাদেম আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বোর্ড চেয়ারম্যানের কাছে অভিযোগ করবেন তিনি।

(দ্য রিপোর্ট/বিএস/ইইউ/এএস/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর