thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত এক

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৬:২৯:১০
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত এক

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইল সদর উপজেলার ক্ষুদিরামপুরে বাসচাপায় উজ্জ্বল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী।

উজ্জ্বল মির্জাপুর উপজেলার বাশতৈল গ্রামের নয়া মিয়ার ছেলে।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, মির্জাপুর থেকে এক মোটরসাইকেল আরোহী ক্ষুদিরামপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

টাঙ্গাইল সদর থানার ট্রাফিক সার্জেন জামাল হোসেন দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে রাখেন এলাকাবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(দ্য রিপোর্ট/এআর/ইইউ/এএস/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর