thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

এবার গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি মুরসি

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৬:৩০:১৯
এবার গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি মুরসি

দ্য রিপোর্ট ডেস্ক : গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে কায়রোর একটি আদালতে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। খবর : বিবিসির।

দেশটিতে সন্ত্রাসী হামলা চালানোর জন্য লেবানন ও ফিলিস্তিনের ইসলামপন্থী দলগুলোর সঙ্গে মুরসিসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইরানের রেভ্যুলেশনারি গার্ডের সঙ্গে যোগসাজশের অভিযোগ আনা হয়েছে। এ বিচারে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড হতে পারে মুরসির।

এ ছাড়াও মুরসির বিরুদ্ধে আরও তিনটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগের বিচার শুরু হয়েছে।

মুরসির বিরুদ্ধে ব্যাপক আন্দোলনের মুখে গত বছর ৩ জুলাই তাকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী।

মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মুসলিম ব্রাদারহুড ও সেনা সমর্থক সরকার বিরোধীদের ওপর খড়গ নেমে আসে। একইসঙ্গে ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয় সরকার।

মুরসি সমর্থকদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত কয়েকশ’ লোক নিহত হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএন/এসকে/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর