thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ৪ সদস্যের মৃত্যুদণ্ড

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৬:৩০:৪৮
পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ৪ সদস্যের মৃত্যুদণ্ড

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে এক গ্রামপুলিশকে হত্যার দায়ে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির চার সদস্যকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম সোলায়মান রবিবার দুপুরে এ রায় ঘোষণা করেন। এ সময়ে আসামিরা পলাতক ছিল।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হল- ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের আবুল শেখের ছেলে শামীম শেখ, ওসমান শেখের ছেলে আনোয়ার শেখ ওরফে ছুটে, একই উপজেলার কাকডাঙ্গা গ্রামের আব্দুল আলী সরদারের ছেলে রনি সরদার ও সোনাখালী গ্রামের হারুন মোল্লার ছেলে হবি মোল্লা। আসামিরা সবাই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) সক্রিয় সদস্য।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২৭ জানুয়ারি ২০০৪ রাত ৯টার দিকে ফকিরহাটের মূলঘর গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে গ্রামপুলিশ হারুন অর রশিদকে চরমপন্থী দলের সদস্যরা গুলি করে হত্যা করে। নিহত গ্রামপুলিশ হারুন অর রশিদ বিভিন্ন অবদানের জন্য তিনবার পুরস্কার পেয়েছিলেন। এ ঘটনায় হারুন অর রশিদের ভাই মো. হিরু শেখ বাদী হয়ে পরদিন ফকিরহাট থানায় অজ্ঞাত আসামিদের নামে একটি মামলা করেন।

ডিবি পুলিশের এসআই বাবুল চন্দ্র বণিক ৫ চরমপন্থী দলের সদস্যকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। এর মধ্যে এক আসামি মামলার বিচারকাজ চলাকালে মারা যায়। বাকি আসামিদের অনুপস্থিতিতে বিচারকাজ সম্পন্ন হয়।

(দ্য রিপোর্ট/এএস/এফএস/এএস/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর