thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

এমপিদের ফ্ল্যাটের নিরাপত্তায় তিন কমিটি

স্বামী-স্ত্রীর জন্য ন্যাম ফ্ল্যাটে পৃথক বরাদ্দ

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৬:৪৬:০১
স্বামী-স্ত্রীর জন্য ন্যাম ফ্ল্যাটে পৃথক বরাদ্দ

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব ও তার পত্নীসহ বিরোধী দলের ১৫ জন সংসদ সদস্য সংসদ ভবন সংলগ্ন ন্যাম ফ্ল্যাটে বাসা বরাদ্দ পাচ্ছেন। রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইসঙ্গে সংসদ সদস্যদের আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বসবাসরতদের নিয়ে পৃথক তিনটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, ন্যামের নয়টি ভবনে মোট ৩১৬টি ফ্ল্যাট রয়েছে। এমপিদের মধ্যে এই এলাকায় বরাদ্দ পাওয়ার আগ্রহটা সবসময় একটু বেশি।

বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, দলের সিনিয়র নেতারা ন্যাম ভবনে বরাদ্দ পাচ্ছেন। ইতোমধ্যে তালিকাও তৈরি করা হয়েছে। এরা হলেন- জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, এ কে এম মাইদুল ইসলাম, নাসিম ওসমান। অন্যদের মধ্যে মহাসচিব পত্নী সংসদ সদস্য রতনা আমিন হাওলাদার, লিয়াকত হোসেন খোকা, মো. আলী জিন্নাহ, মো. ইলিয়াসসহ ১৫ জন। জাপার বাকি এমপিদের দেওয়া হবে সংসদের অন্য ভবনগুলোয়।

এদিকে বৈঠকে সংসদ সদস্যদের আবাসিক ভবনগুলোতে বসবাসরত সদস্যদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য সংসদ সদস্য ভবনে বসবাসরতদের নিয়ে মানিক মিয়া এভিনিউয়ের এক, দুই ও তিন নম্বর সংসদ সদস্য ভবনের জন্য একটি। চার, পাঁচ ও ছয় নম্বর সংসদ সদস্য ভবনের জন্য একটি এবং নাখালপাড়ার এক, দুই ও তিন নম্বর সংসদ সদস্য ভবনের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেক কমিটিতে পাঁচজন সদস্য রাখার কথা বলা হয়েছে।

বৈঠকে ঢাকার মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়াস্থ সংসদ সদস্য ভবনের ফ্ল্যাট সংসদের সংসদ সদস্যদের মধ্যে বরাদ্দ দেওয়া বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সকল রাজনৈতিক দলের প্রাপ্যতা অনুযায়ী আনুপাতিক হারে ফ্ল্যাট বরাদ্দের সুপারিশ করা হয়। সেক্ষেত্রে যে সব সদস্যের ঢাকা শহরে নিজস্ব বাসা নেই তাদের অগ্রাধিকার দিয়ে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বৈঠক শেষে কমিটির সদস্য খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, অনেক সংসদ সদস্যের ঢাকা শহরে নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট নেই। ন্যাম ভবনের ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে ওইসব সদস্যদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মন্ত্রী-প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর মর্যাদা সম্পন্ন কোনো সংসদ সদস্য যদি ন্যাম ফ্ল্যাটে থাকতে আগ্রহ প্রকাশ করেন তবে তাকে সরকার থেকে পাওয়া বাড়ি-ভাড়া ও সার্ভিস চার্জ ট্রেজারি চালানের মাধ্যমে সংসদ সচিবালয়ের জমা দেওয়ার নিয়ম করা হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। বৈঠকে কমিটির সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, নূর-ই-আলম চৌধুরী, সাগুফতা ইয়াসমিন, তাজুল ইসলাম চৌধুরী, ফজলে হোসেন বাদশা, খালিদ মাহ্মুদ চৌধুরী, মাহবুব আরা বেগম গিনি, নাজমুল হক প্রধান, তালুকদার মো. ইউনুস ও পঞ্চানন বিশ্বাস অংশ নেন।

(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/এসবি/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর