thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আর্সেনালকে বায়ার্নের বার্তা

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৬:৪০:৩৮
আর্সেনালকে বায়ার্নের বার্তা

দ্য রিপোর্ট ডেস্ক : আগামী বুধবার এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে শেষ ষোলোর প্রথম লেগে আর্সেনাল মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। কিন্তু এই ম্যাচের আগে বুন্দেসলিগায় আত্মবিশ্বাসী জয় পেয়েছে ব্যাভারিয়ানরা। শনিবার রাতে পেপ গার্দিওলার দলটি ৪-০ গোলে হারিয়েছে ফ্রিবুর্গকে।

গত মৌসুমে ৬ ম্যাচ থাকতেই শিরোপা নিশ্চিত করেছিল বায়ার্ন। এবারও সেই পথে চলেছে দলটি।

এই ম্যাচে বায়ার্নের হয়ে জোড়া গোল করেছেন শেরডেন শাকিরি। অন্য ২টি গোল করেছেন দান্তে ও ক্লডিও পিজারো।

বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার দলের পারফরমেন্সে আশাবাদী হয়ে ওঠেছেন। বুন্দেসলিগায় বায়ার্ন টানা ৪৬ (রেকর্ড) ম্যাচে অপরাজিত রয়েছে। নয়্যার বলেছেন, ‘আর্সেনালের ম্যাচের আগে আমরা ভালো পারফরমেন্স করতে চেয়েছি। এবার আমরা চ্যাম্পিয়ন্স লিগে চোখ রাখতে পারি।’

এদিকে বরুশিয়া ডর্ট মুন্ড ৪-০ গোলে হারায় ফ্রাঙ্কফুর্টকে। ২১ ম্যাচ শেষে বায়ার্ন ৫৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। ৪৩ পয়েন্ট নিয়ে বায়ার লেভারকুসেন দ্বিতীয় এবং ১ পয়েন্ট কম নিয়ে পরের অবস্থান ডর্ট মুন্ডের।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর