thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এসএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষককে কারাদণ্ড

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৬:৫১:২৫
এসএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষককে কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি : জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসলাম হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুর ১২টার দিকে একটি কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এ কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকতার হোসেন তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুর ১২টার দিকে দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ইংরেজি দ্বিতীয়পত্র প্রশ্ন নিয়ে নিজের কোচিং সেন্টারে উত্তর লেখার সময় হাতেনাতে ধরে ফেলে উপজেলা প্রশাসন। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

(দ্য রিপোর্ট/এফএপি/ইইউ/এএস/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর