thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘তাঁতীরা অবরোধ করলে উলঙ্গ থাকতে হবে’

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৬:৫৫:৪৯
‘তাঁতীরা অবরোধ করলে উলঙ্গ থাকতে হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : তাঁতীরা অবরোধ করলে সবাইকে উলঙ্গ হয়ে থাকতে হবে আর কৃষকরা অবরোধ করলে না খেয়ে মরতে হবে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী মুহাম্মদইমাজ উদ্দিন প্রামাণিক।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে রবিবার দুপুরে এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। মিরপুর-ভাষানটেক বেনারসী পল্লী প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মিরপুর বেনারসী প্রাথমিক তাঁতী সমিতি সমন্বয় পরিষদ এ সভার আয়োজন করে।

ইমাজউদ্দিন বলেন, ‘দেশে বিভিন্ন নীতি বাস্তবায়ন করা হচ্ছে কিন্তু তাঁতী নীতি বাস্তবায়ন করা হচ্ছে না। বর্তমান প্রধানমন্ত্রীকে অনেক বাধা উপেক্ষা করে দেশ চালাতে হচ্ছে। এই দুর্গম পথ পাড়ি দিতে সবার সহায়তা দরকার। সরকার কর্তৃক তাঁতীদের দেওয়া ৯শ’ ১৩টি প্লট হস্তান্তরের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন সেক্টরের জন্য ব্যাংক রয়েছে কিন্তু তাঁতীদের জন্য কোনো ব্যাংক নেই।’ এ শিল্পের জন্য তাঁতী ব্যাংক করতে সরকারের কাছে প্রস্তাব করা হবে বলে আশ্বাস দেন বস্ত্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে যারা ষড়যন্ত্র করেছে তারা এখনও ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র ও বাধা পেরিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।’

তাঁতী সমিতির সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. শফিউল্লাহ স্বপন বলেন, ‘তাঁত সম্প্রদায় অবহেলিত ও নির্যাতিত। তাঁতশিল্প রক্ষার্থে জরুরি ভিত্তিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এ ব্যাপারে সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই।’

পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দার, বাংলাদেশ তাঁতী লীগের আহ্বায়ক ও মিরপুর বেনারসী প্রাথমিক তাঁতী সমিতি সমন্বয় পরিষদের উপদেষ্টা এনাজুর রহমান চৌধুরী, বাংলাদেশ তাঁতী লীগের যুগ্ম-আহ্বায়ক খগেন্দ্র চন্দ্র দেব নাথ, মিরপুর বেনারসী প্রাথমিক তাঁতী সমিতি সমন্বয় পরিষদের উপদেষ্টা মোস্তাক আহমেদ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/একে/এসকে/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর