thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

২০১৬ অক্টোবর ২৬ ১৪:২৮:২৬
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে অস্ত্র বেচা-কেনার সময় অভিযান চালিয়ে মো. হারেছ ইসলাম (২৬) নাম এক অস্ত্র ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে জেলার সীতাকুণ্ডের ছোট কুমিরা বাজার থেকে তাকে আটক করা হয়।

এ সময় ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলিসহ ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের জানতে পারে কুমিরা এলাকায় রাজু চৌধুরীর গোডাউনের সামনে অস্ত্র ক্রয়-বিক্রয় হবে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি টহল টিম সেখানে উপস্থিত হলে হারেছ দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলিসহ ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এইচ/এআরই/অক্টোবর ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর