thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

মিল্কি হত্যা মামলায় লোপার জামিন স্থগিত

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৬:৫৭:৪৩
মিল্কি হত্যা মামলায় লোপার জামিন স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : আলোচিত যুবলীগ নেতা মিল্কি হত্যা মামলার আসামি ফাহিমা ইসলাম লোপাকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন স্থগিত করেছে চেম্বার জজ আদালত।

লোপার জামিন স্থগিতের জন্য রাষ্ট্রপক্ষের দায়ের করা এক আবেদনের শুনানি শেষে রবিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের জন্য লোপার জামিন স্থাগিত করা হয়েছে।

এর আগে ৯ ফেব্রুয়ারি লোপাকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ।

আদালতে জামিন স্থগিত আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।

মিল্কী হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে গত বছরের ৩ আগস্ট লোপাকে গ্রেফতার করা হয়।

গত বছরের ২৯ জুলাই রাতে গুলশান-১ নম্বরে একটি বিপণিবিতানের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কিকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ওই বিপণিবিতানের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় এ খুনের দৃশ্য ধরা পড়ে।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)


পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর