thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ডোমারে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৭:২৯:৩৫
ডোমারে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

নীলফামারী সংবাদদাতা : টিভি দেখাকে কেন্দ্র করে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে কমলা রানী (১৪) নামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। রবিবার দুপুরে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কমলা নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী গ্রামের সভ্য চন্দ্র বর্মণের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে টেলিভিশন দেখাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া হয় কমলা রানীর। পরে বাড়ির লোকজন পাশের এলাকায় কীর্তন দেখতে গেলে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে কমলা।

খবর পেয়ে পুলিশ রবিবার দুপুরে মৃতদেহ উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই শরিফুল।

(দ্য রিপোর্ট/এএম/এএস/এনআই/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর