thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

যুক্তরাজ্য পুলিশকে ফাঁকি দিল আল-শাবাব সদস্য

২০১৩ নভেম্বর ০৫ ১৯:১৩:০২
যুক্তরাজ্য পুলিশকে ফাঁকি দিল আল-শাবাব সদস্য

দিরিপোর্ট২৪ ডেস্ক : যুক্তরাজ্য থেকে আল-শাবাবের সন্দেহভাজন এক সদস্য পালিয়ে যাওয়ার পর দেশটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ওই ব্যক্তি যুক্তরাজ্যের মানুষের জন্য কোন হুমকি নয়। দেশটির বিরোধীদলীয় সংসদ সদস্যদের কঠোর সমালোচনার মুখে তিনি এ কথা বলেন। খবর আল-জাজিরার।

দেশটির মেট্রোপলিটন পুলিশ সোমবার জানিয়েছে, তারা এখনও মোহাম্মেদ আহমেদ মোহামেদ(২৭)-কে খুজে বেড়াচ্ছে। ওই ব্যক্তি শুক্রবার একটি মসজিদ থেকে গোয়েন্দাদের নজর ফাঁকি দিয়ে পালিয়ে যান।

কর্মকর্তারা বলেন নিরাপত্তা ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে, সোমালি বংশোদ্ভূত সন্দেহভাজন ওই ব্যক্তি বোরকা পড়ে একটি মসজিদ থেকে পালিয়ে যান। ধারণা করা হচ্ছে, মোহামেদ প্রশিক্ষণপ্রাপ্ত এবং সোমালিয়ার আল-শাবাব গোষ্ঠীর হয়ে বিদেশে লড়াই করেছে।

ব্রিটেনের নিরাপত্তামন্ত্রী থেরেসা মে বলেছেন, নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী মোহামেদ দেশটির জনগণের নিরাপত্তার জন্য সরাসরি কোন হুমকি নয়।

তবে বিরোধীদলীয় এক নেতা ‍উভেত্তে কুপার বলেছেন, গত দশমাসের মধ্যে মোহামেদ হচ্ছেন দ্বিতীয় ব্যক্তি যিনি গোয়েন্দা-নজরদারি ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এদিকে মোহামেদের পালিযে যাওয়ার বিষয়টিকে থেরেসা মে ‘একটি মারাত্মক ইস্যু’ হিসেবে বর্ণনা করে, এ ব্যাপারে তদন্তের আশ্বাস দেন।

(দিরিপোর্ট২৪/আদসি/এমডি/নভেম্বর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর