thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

আরও ৭ চিকিৎসক বরখাস্ত

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৭:৩৯:২৮
আরও ৭ চিকিৎসক বরখাস্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক : কর্মস্থলে অনুপস্থিত থাকায় আরও সাত চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া চিকিৎসকরা হলেন- ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. সৈয়দ আহসান তৌহিদ, ইএমও (ইর্মাজেন্সি মেডিকেল অফিসার) ডা. মো. সাখাওয়াত হোসাইন ও জুনিয়র কনসালটেন্ট (চক্ষু) ডা. মো. জানে আলম মৃধা, ধামরাইয়ের বোয়াইল ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা. জান্নাতুল ফেরদৌসী, একই উপজেলার কুশুরা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা. রুমানা আক্তার, ধামরাইয়ের গাংগুটিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. নাজমুন নাহার এবং বেলিশ্বর উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. জেরিন জিন্দিয়া হোসেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব বাসুদেব গাঙ্গুলী এবং স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহনেওয়াজে ১২ ফেব্রুয়ারি আকস্মিক পরিদর্শনে গেলে এ চিকিৎসকদের কর্মস্থলে পাননি।

এর আগে গত এক মাসে কর্মস্থলে অনুপস্থিত থাকায় আরও ১১ চিকিৎসককে বরখাস্ত করা হয়।

(দ্য রিপোর্ট/আরএমএম/এসবি/এনআই/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর