thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে শিগগিরই শিক্ষক নিয়োগ’

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৭:৩৮:০০
‘প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে শিগগিরই শিক্ষক নিয়োগ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে সরকারি বিধি অনুযায়ী শিগগিরই শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

রবিবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পঙ্কজ নাথের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী সংসদকে জানান, উপজেলা নির্বাচনের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি বন্ধ রয়েছে। দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ২ লাখ ১১ হাজার ৭৫৭ জন শিক্ষক কর্মরত আছেন। অবসর গ্রহণ ও অন্যান্য কারণে শূন্য নতুন নিয়োগের মাধ্যমে শিক্ষক পদায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্টার্ড বেসরকারি বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। এ সব বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের চাকরি সরকারিকরণ করা হয়েছে এবং তারা কর্মরত আছেন। জাতীয়করণ করা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদে সরকারি বিধি অনুযায়ী শিগগিরই নতুন শিক্ষক নিয়োগ করা হবে।

মন্ত্রী বলেন, ‘সম্প্রতি সরকার ২৬ হাজার ২০০ রেজিস্টার্ড বেসরকরি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে। এ সব স্কুলে প্রথমত চারজন শিক্ষক নিয়ে শুরু হয়। অবসর গ্রহণ ও অন্যান্য কারণে শিক্ষক পদ শূন্য হয় অনেক স্কুলে। বেশ কিছু নিয়োগ দেওয়া হলেও ফাঁকা এ পদগুলোতে এবার সরকার নিয়োগ দেবে। এ সব প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজন শিক্ষকের পদ সৃষ্টির পরিকল্পনা রয়েছে সরকারের।’

(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/এসবি/এনআই/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর