thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাজধানীতে নকশাবহির্ভূত পাঁচ হাজার ভবন

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৭:৫৭:৫৫
রাজধানীতে নকশাবহির্ভূত পাঁচ হাজার ভবন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মহানগরীতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত নকশা বহির্ভূত ও নকশার ব্যত্যয় করে পাঁচ হাজার ভবন নির্মিত হয়েছে। এর মধ্যে রাজউকের দৃষ্টিতে তিন শ’ ২১টি ভবন ঝুঁকিপূর্ণ।

রবিবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সংসদকে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘নিয়ম ও অনুমোদন বহির্ভূত ওই সব ভবন উচ্ছেদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম রাজউকে চলমান আছে।’

ইলিয়াস উদ্দিন মোল্লার এক প্রশ্নের উত্তরে মোশাররফ হোসেন বলেন, ‘গার্মেন্টস শিল্পে কর্মজীবী মহিলা শ্রমিকদের পুনর্বাসনের কোনো পরিকল্পনা আপাতত নেই। তবে সংসদ সদস্যদের সংশ্লিষ্ট চাহিদাপত্র এবং তদনুযায়ী উপযুক্ত জায়গা পেলে গার্মেন্টস মহিলা ও কর্মজীবী শ্রমিকদের পুনর্বাসনের জন্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করার ব্যবস্থা নেওয়া যেতে পারে।’

মন্ত্রী বলেন, ‘রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে নিম্নবিত্ত মানুষের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণের লক্ষ্যে ভূমি সংরক্ষিত রয়েছে। পূর্বাচল নিউ টাউন প্রকল্পে কমবেশি ৯৪ দশমিক ৪০ একর, উত্তরা আদর্শ শহরে (৩য় পর্ব) প্রকল্পে ২৩ একর, ঝিলমিল আবাসিক শহর প্রকল্পে ৪ দশমিক ৫৫ একর ভূমি সংরক্ষিত রাখা হয়েছে। উক্ত জায়গাসমূহে ছোট আকারের ফ্ল্যাট নির্মাণ করে নিম্নবিত্ত মানুষের মাঝে সরকারি নীতিমালা অনুযায়ী বরাদ্দ প্রদান করা হবে। ইতোমধ্যে এক লাখ ফ্ল্যাট নির্মাণের প্রক্রিয়া চলছে।’

(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/এপি/এনআই/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর