thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

৪ ব্লগারের মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৮:২০:১০
৪ ব্লগারের মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : ব্লগে আপত্তিকর লেখালেখির অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে চার ব্লগারের বিরুদ্ধে দায়ের করা দুই মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

মামলা বাতিল সংক্রান্ত আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেয়।

চার ব্লগার হলেন- মশিউর রহমান বিপ্লব, সুব্রত অধিকারী শুভ, রাসেল পারভেজ ও আসিফ মহিউদ্দীন।

একই সঙ্গে এ মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেছে আদালত। আাগমী তিন সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

ব্লগারদের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন।

গত ৮ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক দুই মামলার অভিযোগ গঠন করে এ চার ব্লগারের বিচার শুরুর আদেশ দিয়েছিলেন।

হেফাজতে ইসলাম সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে গত ১ এপ্রিল রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে শুভ, বিপ্লব ও পারভেজকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে আটক করে গোয়েন্দা পুলিশ। এর দুই দিনের মাথায় ৩ এপ্রিল সকালে আটক করা হয় আসিফকে।

এরপর ১৭ এপ্রিল তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে অভিযোগ দাখিল করে পুলিশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭-এর ১ ও ২ ধারা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানির অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। চারজনকেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ।

চারজনের মধ্যে রাসেল ও শুভ ১২ মে এবং বিপ্লব ২ জুন জামিন পান। আর ২৭ জুন জামিন পান আসিফ।

(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর