thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

ফাঁসির ১০ আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৮:২১:৫৩
ফাঁসির ১০ আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন

দ্য রিপোর্ট প্রতিবেক : নওগাঁর চার পুলিশ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট।

ডেথ রেফারেন্স ও পৃথক আপিল আবেদনের চূড়ান্ত শুনানি শেষে রবিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

একই সঙ্গে নিম্ন আদালতের দেওয়া যাবজ্জীবন প্রাপ্ত ছয় আসামির মধ্যে দুজনকে খালাস ও চার জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে এ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত বাকি পাঁচ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এসএম শাহজাহান,ফজলুল হক ফরিদ ও খবির উদ্দিন ভূঁইয়া।

অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

হত্যাকাণ্ডের ঘটনা :

২০০৬ সালের ২৫ আগস্ট নওগাঁ জেলার মান্দা থানার চৌবাড়িয়া কলেজ মাঠ গরুর হাটের ইজারাদার অফিসে অতর্কিত বোমা হামলা চালায় ২০-২৫ সন্ত্রাসী। এ সময় তারা নগদ এক লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে তাদের ওপর হামলা চালায় এবং চার পুলিশকে গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা।

নিহত চার পুলিশ সদস্য হলেন- এএসআই এটি ফিরোজ আহমেদ, কনস্টেবল মো. আশকান আলী, ফরিদুল ইসলাম ও বাবুল ইসলাম। এতে আহত ইজারাদার নজের আলী পরের দিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

এ ঘটনায় মান্দা থানার এসআই (উপ-পরিদর্শক) তফাজ্জল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা ২১ জনকে আসামি করা হয়।

বিচারিক আদালতের রায় :

এ মামলায় ২০০৮ সালের ২৪ জানুয়ারি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মেজবাহ উদদৌলা ১০ জনকে মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন ও ৫ জনকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করে রায় ঘোষণা করেন। এ রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. নুরুল ইসলাম, তহুরুল ইসলাম, শফিকুল ইসলাম (১) ও শফিকুল ইসলাম(২), আবুবকর সিদ্দিক, কামাল, পিন্টু, সঞ্জয়, দিলিপ ও নুরুন্নবী হাসান। তাদের সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

নিম্ন আদালতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছয় জন হলেন- আহমেদ শাহ নুরুল, খায়রুল ইসলাম, রঘুনাথ বর্মণ, আবদুল করিম, হাজী আজিম উদ্দিন, সানাউল ইসলাম। তাদের মধ্যে চার জনকে উচ্চ আদালত ১০ বছর কারাদণ্ড দেন উচ্চ আদালত। অপর দুই আসামি আহমেদ শাহ নুরুল ও খায়রুল ইসলামকে খালাস দিয়েছে হাইকোর্ট।

নিম্ন আদালতে ১০ বছরের সাজাপ্রাপ্তরা হলেন- আবদুল মান্নান, আব্দুল আউয়াল, রবিউল ইসলাম, জয়নাল আবেদীন ও মাজেদ আলী। এ পাঁচ জনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত।

(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর