thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

রেফারির কাছে হেরেছি : হেলাল

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৮:২৬:৩০
রেফারির কাছে হেরেছি : হেলাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : আইএফএ শিল্ডের ফাইনালে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে মাঠ ছাড়তে হয়েছিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের প্রাণভোমরা সনি নর্দেকে। এটাকেই হারের মূল কারণ হিসেবে দেখছেন ক্লাবটির ফুটবল ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল। ফাইনালে কলকাতা মোহামেডান নয়, রেফরির কাছেই হেরেছে শেখ জামাল বলে মন্তব্য করেছেন তিনি।

সনি নর্দেকে কেন লাল কার্ড দেখিয়েছেন রেফারি সন্তোষ কুমার, ফাইনালের ৮২ মিনিটে সনি নর্দেকে পেছন থেকে জড়িয়ে ধরেছিলেন লুসিয়ানো। পরে তাকে ছাড়াতে গেলে চোখে আঘাত পাওয়ার অভিনয় করেছে কলকাতা মোহামেডানের ওই ফুটবলার। ঘটনা বুঝে ওঠার আগেই সনি নর্দেকে সরাসরি লাল কার্ড দেখিয়েছেন সন্তোষ কুমার। কিছুক্ষণ পরই হয়তো নিজের ভুল বুঝতে পেরেছিলেন, অভিনয়ের জন্য হলুদ কার্ড দেখিয়েছেন লুসিয়ানোকে।

ম্যাচের আগে একবার হলুদ কার্ড পাওয়ায় ২ কার্ডে পরিণতি সবারই জানা। নর্দের সঙ্গে তিনিও মাঠ ছেড়েছেন। তবে আনোয়ারুল করিম হেলালের অভিযোগ- রেফারি পক্ষপাতিত্ব করেছেন। রবিবার তিনি দ্য রিপোর্টকে বলেছেন, ‘ওরা ১৪ জন নিয়ে ফাইনালে খেলেছে। ১১ জন খেলোয়াড়ের সঙ্গে তাদের হয়ে খেলেছেন ৩ রেফারি। সনি নর্দেকে অযথাই লাল কার্ড দেখিয়ে আমাদের অন্য খেলোয়াড়দের মনোবল ভেঙ্গে দিয়েছে। এটাই হয়ত ওদের একটা কৌশল ছিল।’

ফাইনালের ২৮ মিনিটে ফ্রিকিক থেকে হাইতির ফরোয়ার্ড সনি নর্দের অসাধারণ এক গোলে এগিয়েছিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডিফেন্ডার মেহরাজউদ্দিনের গোলে সমতায় ফিরেছিল কলকাতা মোহামেডান। পরে নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিটে ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে ম্যাচ। টাইব্রেকারেও ৩-৩ গোলে অমীমাংসিত থাকার পর সাডেন ডেথে জয় নিশ্চিত করেছে স্বাগতিক দল।

ভিসা জটিলতা ও শাশুড়ির মৃত্যুতে দলের সঙ্গে থাকতে পারেননি আনোয়ারুল করিম হেলাল। টিভিতে খেলা দেখেই দলের নাইজেরিয়ান কোচ যোসেফ আফুসিকে নিয়েও কড়া সমালোচনা করেছেন তিনি। বলেছেন, ‘কোচের ফরমেশনে কিছু ভুল ছিল। সনি নর্দে লাল কার্ড দেখার পর এমেকা ডার্লিংটনকে উঠিয়ে নেওয়া ঠিক হয়নি তার। তা ছাড়া টাইব্রেকারে কে শট নেবে আর কে শট নেবে না এটা নির্বাচনেও সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি আফুসি। দলে অনেক পেনাল্টি স্পেশালিস্ট ছিল। কিন্তু দিদারুলকে দিয়ে কেন যে তিনি শট নেওয়ালেন এটা বুঝতে পারছি না। দিদারুল শট নেওয়ার সময় বোঝাই যাচ্ছিল সে কোথায় বল মারবে।’

কোচ আফুসিকে নিয়ে তিনি আরও বলেছেন, ‘আফুসি মূলত আমাদের দলে খেলতে এসেছিল। তার কোচিং করানোর দক্ষতা দেখে কোচ হিসেবে রেখে দিয়েছিলাম আমরা। কিন্তু একজন কোচকে ভাল কোচিং করানোর পাশাপাশি অন্যদিকগুলোকেও লক্ষ্য রাখতে হয়। এটাই পারেনি আফুসি। কাকে কোথায় কখন খেলাতে হবে এ বিষয়টি নিয়ে এখনও অভিজ্ঞ হয়ে উঠতে পারেনি সে। আমি দলের সঙ্গে থাকলে হয়ত এ সমস্যাগুলো হত না।’

দল চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্স আপ হওয়ার কৃতিত্বটা কম নয় বলে মন্তব্য করেছেন তিনি। আর ফাইনালে ভাল খেলেও জিততে না পারাটাকে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন। সোমবার সকাল ১০টা কলকাতা থেকে বাংলাদেশে আসার কথা রয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ফুটবলারদের।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/এনআই/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর