thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

প্লাস্টিক বোতলে পানীয় বাজারজাত বন্ধে হাইকোর্টের রুল

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৮:২৭:৫৯
প্লাস্টিক বোতলে পানীয় বাজারজাত বন্ধে হাইকোর্টের রুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্লাস্টিক বোতল উৎপাদন, ব্যবহার এবং ব্যবহৃত বোতল পুনরায় ব্যবহার করে পানীয় জাতীয় দ্রব্য বাজারজাতকরণ বন্ধে রুল জারি করেছে হাইকোর্ট।

একইসঙ্গে, এ বিষয়ে একটি মনিটরিং সেল গঠন করে বাজারজাত করা প্লাস্টিকের বোতলগুলো প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মো. খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেয়।
বিবাদী স্বাস্থ্য সচিব, আইন সচিব, খাদ্য সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, বিএসটিআই’র মহাপরিচালক এবং বাংলাদেশ পরিবেশ অধিদফতরকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। গত বছরের ডিসেম্বর মাসে অ্যাডভোকেট জে আর রবিন এ রিট দায়ের করেন।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/এনআই/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর