thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ডাকাত নিহত

২০১৬ অক্টোবর ২৯ ১০:৫৫:২৩
চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ডাকাত নিহত

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের মীরসরাইয়ে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ডাকাত নিহত হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের ব্যবহৃত ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

তবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি চন্দন দেবনাথ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিজামপুর এলাকায় একদল ডাকাত অবস্থান করেছে-এমন খবরের ভিত্তিতে র‌্যাব অভিযান চালাতে যায়। উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে ডাকাতরা গুলি চালায়। র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টাগুলি চালায়। এতে ঘটনাস্থলে ৩ ডাকাতের মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে ৩টি বিদেশী পিস্তল ২টি ওয়ান শুট্যারগান উদ্ধার করা হয়েছে।

এদিকেমিরসরাই থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ এমকে ভূইয়া জানান, উপজেলার নিজামপুর পুলিশ ফাঁড়ির সন্নিকটে কমলদহ বাইপাস রোডে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে র‌্যাব জানিয়েছে। ওই ঘটনায় নিহত তিনজনের লাশ থানায় আছে। তবে নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এমকে/এনআই/অক্টোবর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর