thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

আমানের মুক্তি চাইলেন ফখরুল

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৮:২৬:২৮
আমানের মুক্তি চাইলেন ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

দলের যুগ্ম মহাসচিব দফতরের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে রবিবার বিকেলে এ আহ্বান জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘বর্তমান অবৈধ সরকারের নির্মম এবং স্বেচ্ছাচারিতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসী যখন সোচ্চার তখন তারা আরও বেপরোয়া ও উন্মত্ত হয়ে উঠেছে। আমান উল্লাহ আমানের মতো বিএনপির একজন কেন্দ্রীয় নেতা হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও নিম্ন আদালত জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানো আওয়ামী সরকারের গণবিরোধী রূপকে আরও তীব্রতর করল।’

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান অবৈধ সরকার জুলুম-নির্যাতনের ধারাবাহিকতায় বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার এবং তাদেরকে রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন করে যাচ্ছে। এর একমাত্র উদ্দেশ্যই হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীরা যাতে সরকারের স্বেচ্ছাচারিতা ও গণবিরোধী কার্যকলাপসহ দুর্বিনীত দুঃশাসনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে না পারে।’

আওয়ামী সরকারকে ক্ষমতা জবরদখলকারী উল্লেখ করে তিনি বলেন, ‘একদলীয় বাকশালী শাসনের পরিণতি কী হয় তা হয়তো আওয়ামী লীগের স্মৃতি থেকে মুছে গেছে। জনগণের ওপর নিরন্তর পৈশাচিক আক্রমণ ও বর্বরতার খেসারত আওয়ামী লীগকে অতিশিগগিরই দিতে হবে।’

আমানের জামিন বাতিল এবং তাকে কারাগারে পাঠানোর ঘটনা সরকারের প্রতিহিংসারই বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘বিরোধী দলের ওপর পাশবিক আক্রমণ চালিয়ে চিরকাল ক্ষমতা আঁকড়ে রাখার লক্ষ্যে সরকারের অদূরদর্শী ও ন্যক্কারজনক সব কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। জনগণের আন্দোলনের জোয়ারেই এ অবৈধ সরকারের বিদায় নিশ্চিত হবে।’

( দ্য রিপোর্ট / টিএস-এমএইচ/এনডিএস/ ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর