thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

‘আল কায়েদার অডিওবার্তাকে হুমকি মনে করছি না’

২০১৪ ফেব্রুয়ারি ১৬ ১৯:০৩:০১
‘আল কায়েদার অডিওবার্তাকে হুমকি মনে করছি না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আল কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির অডিওবার্তাকে হুমকি মনে করছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যে সব দেশে এ ধরনের ঘটনা ঘটছে, সেখানে স্থানীয়রা এতে ইন্ধন দেয়। কিন্তু দেশের জনগণ আমাদের সঙ্গে আছে। এ দেশের মানুষ জঙ্গিবাদ, সন্ত্রাস, আল কায়দা চায় না।

জঙ্গিদের হুমকি মোকাবেলায় সামরিক বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা রয়েছে জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, আমাদের কাউন্টার টেরোরিজমের ওপর প্রশিক্ষণ রয়েছে। সব কিছু মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি।

কোথা থেকে কীভাবে এই অডিওবার্তা এসেছে, পুরো বিষয়টি সরকার খতিয়ে দেখছে বলেও জানান প্রতিমন্ত্রী।

(দ্য রিপোর্ট/আরএমএম/এপি/সা/ফেব্রুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর